সেই ২০১৯ সাল থেকেই কিডনি সমস্যায় ভুগছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন এই শিল্পী। গত মঙ্গলবার, ২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।